ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
খুলনায় ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন খুলনায় ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো হয়েছে। অনেকে যেতে না চাওয়ায় তাদের ওপর চাপ প্রয়োগ করে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্কুল সময়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তেতুঁলতলা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

শিক্ষার্থীরা যাতে মানববন্ধন থেকে এদিক-ওদিক না যেতে পারে, সেজন্য কড়া পাহারায় দাঁড়িয়ে ছিলেন তাদেরই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা।

স্থানীয়রা জানায়, দিঘলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলামকে সম্প্রতি একই উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদেই মানববন্ধনটি করা হয়।

শিক্ষার্থীদের মানববন্ধন, ছবি: বাংলানিউজ

উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সেনহাটি স্কুলের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন- এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, ফাতেমা মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল ইসলাম, আয়াতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফাতুল মতিন, এম এ মজিদ কলেজের উপাধ্যক্ষ খান রওশন আলী, শিক্ষক সাইফুদ্দিন লস্কর, নাজনীন আক্তার, হাবিবুর রহমান মল্লিক, আব্দুল্লাহ আল মামুন, নিমাই চন্দ্র, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মোকসেদ, এস এম রকিব উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ আফজাল হোসেন, স ম শফিকুর রিয়াজ জানু, একরামুল হক লিপু, আনিসুর রহমান মিঠু, শেখ আবু বকর প্রমুখ।
 
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সেনহাটি স্কুলের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন বেলা সোয়া ৩টার দিকে বাংলানিউজকে বলেন, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। স্কুলের সামনে কর্মসূচি চলায় শিক্ষার্থীরা এসেছিলো। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের আবার ক্লাসে নিয়ে যান।

এদিকে, ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনা চলছে। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।

আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এমআরএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।