ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার, ঢাকা: সাভারের দক্ষিণ কলমা এলাকায় অভিযান চালিয়ে বাসা বাড়ির অবৈধ তিন হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে তিতাস কর্তৃপক্ষ ওই এলাকায় তিনটি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় দুই ইঞ্চি ১৮ ফুটের কয়েকশ পাইপ উদ্ধার করা হয়।

এছাড়াও ব্যবহার করা রাইজারগুলো খুলে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়।

এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, সাভারে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।