ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চার দিনব্যাপী জুয়েলারি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
রাজশাহীতে চার দিনব্যাপী জুয়েলারি মেলা রাজশ‍াহীতে জুয়েলারি মেলা

রাজশাহী: ডায়মন্ড ও গোল্ড সামগ্রী নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী জুয়েলারি মেলা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী চেম্বার ভবনের ৩য় তলায় এই মেলা শুরু হয়। মেলার আয়োজন করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

এবারের মেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের গোল্ড ও ডায়মন্ডের মোট ৮টি স্টল রয়েছে। যেখানে সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে শুরু করে ৮০ লাখ টাকার জুয়েলারি রয়েছে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের দায়িত্বরত কর্মকর্তা রাকেশ মজুমদার জানান, মেলা উপলক্ষে ডায়মন্ডের যে কোনো জুয়েলারির ওপর ৩০ শতাংশ ছাড় রয়েছে।

মেলার আকর্ষণ হিসেবে ৭ লাখ টাকার ডায়মন্ড জুয়েলারি কিনলে থাকছে একটি আইফোন সেভেন ফ্রি।

চার দিনের মেলায় ডায়মন্ড জুয়েলারি ছাড়াও বিভিন্ন দামের গোল্ডেন নেকলেস সেট, ডি-নোজপিন, ডি-লকেট, ডি-রিং, ডি-এয়ার রিং, ডি-পেনডেন্ট সেট ও নেকলেস রিংসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইনের জুয়েলারি আনা হয়েছে।

আগামী ২২ জানুয়ারি মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে বলে জানান ডায়মন্ড ওয়ার্ল্ডের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।