ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
দিনাজপুরে ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের ধর্মঘট

দিনাজপুর: দিনাজপুরে ক্লিনিক ও ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

দিনাজপুর ড্রাগ অ্যান্ড কেমিস্ট মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য সচিব হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শহরের বিভিন্ন ওষুধের দোকান ও ক্লিনিকে অতিরিক্ত মাত্রায় জরিমানা করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের সঙ্গে বিকেলে বৈঠকে বসেছেন।

সেখানে এ বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ দল শহরের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।