ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়া সীমান্ত থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
তেঁতুলিয়া সীমান্ত থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার তেঁতুলিয়া সীমান্ত থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাড়িয়ালজোত এলাকার কানকাটা সীমান্তের ৪৩৬ মেইন পিলারের ২৫ নম্বর সাব পিলারের পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

এ ধরনের সাউন্ড গ্রেনেড ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যবহার করে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বাংলানিউজকে জানান, সকালে কয়েকজন বাংলাদেশি ওই এলাকায় ঘোরাঘুরি করার সময় গ্রেনেডটি দেখতে পেয়ে হাতে নেয়। এ সময় বিজিবির টহল দল ওই এলাকায় গেলে তারা গ্রেনেডটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি গ্রেনেডটি উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভারতীয় বিএসএফ হয়তো কখনো গ্রেনেডটি ওই এলাকায় নিক্ষেপ করেছিল। কিন্তু কোনো কারণে সেটি বিস্ফোরিত হয়নি।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তেঁতুলিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে এবং বিএসএফকে একটি প্রতিবাদ লিপি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।