ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
রাজাপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক রাজাপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক-ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ১৮০ পিস ইয়াবাসহ মো. মনির হাওলাদার নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পুটিয়াখালী এলাকার শরীফ বাড়ি স্টিল সেতুর কাছ থেকে তাকে আটক করা হয়।

মনির উপজেলার পুটিয়াখালী গ্রামের মৃত হাফেজ হাওলাদারের ছেলে।

বরিশাল র‌্যাব-৮ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাংলানিউজকে জানান, পুটিয়াখালী এলাকার শরীফ বাড়ি স্টিল সেতুর পাশে ইয়াবা বিক্রি করছিলেন মনির।

খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মনির নিজেকে ইয়াবা বিক্রেতা বলে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।