ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা নদী থেকে গাড়ি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
শীতলক্ষ্যা নদী থেকে গাড়ি উদ্ধার উদ্ধারকৃত বিলাসবহুল প্রাডো ব্র্যান্ডের জিপ গাড়ি

গাজীপুর: গাজীপুরে শীতলক্ষ্যা নদী থেকে একটি বিলাসবহুল প্রাডো ব্র্যান্ডের জিপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়ির নম্বর (ঢাকা মেট্রো ঘ ১১-২০২৯)।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া বাংলানিউজকে জানান, সকালে শীতলক্ষ্যা নদীতে একটি বিলাসবহুল প্রাডো গাড়ি ডুবে থাকার সন্ধান পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে বিকেলে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির ভেতর কিছু পাওয়া যায়নি।

এখন পর্যন্ত গাড়ির মালিকের সন্ধান পাওয়া যায়নি। গাড়িটি কাপাসিয়া থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।