ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জেলার মাসুদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জেলার মাসুদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ জেলার মাসুদ পারভেজ

ঢাকা: সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে শাস্তিমূলক বদলি হওয়া আলোচিত জেলার মাসুদ পারভেজ মঈনের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন আদালত। হত্যার হুমকির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে আদালতে এ আবেদন করেছিলো সিলেটের কানাইঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিলেট ম্যাজিস্ট্রেট আদালত থেকে কানাইঘাট থানা পুলিশকে এ অনুমতি দেওয়া হয়।
 
কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ‘আদালতের অনুমতি পাওয়া গেছে।

তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
 
অতিরিক্ত কারা মহাপরিদশক কর্ণেল ইকবাল হাসান বাংলানিউজকে জানান,  ‘অভিযোগ আদালতের মাধ্যমে প্রমাণিত হলে স্বাভাবিক ভাবে সে জেলে যাবে এবং কারা অধিদপ্তর থেকেও চাকুরিচ্যুত করা হবে।
 
তিনি আরো বলেন, কারাগারের কয়েদির আঘাতে মাথায় আঘাত পাওয়া জেলার মাসুদ এখন ছুটিতে। ছুটি শেষে রাঙ্গামাটিতে যোগ দেওয়ার কথা।
 
পুলিশ সূত্র জানায়, প্রাণনাশসহ খুন জখমের হুমকির অভিযোগে মাসুদ পারভেজের গ্রাম কানাইঘাটের নিজ বাউরবাগের বাসিন্দা নুরুল ইসলাম ‍বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছিলেন। মাসুদের বিরুদ্ধে এর আগে একই থানায় এক প্রবাসীকে হত্যার হুমকি ও অপহরণ চক্রান্তের অভিযোগে একাধিক জিডিও রয়েছে।   স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যায়েও মাসুদের বিরুদ্ধে একই ধরণের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
 
এছাড়া সিলেট কারাগারে বিভিন্ন অনিময়ের অভিযোগের পর গত বছরের ১ ডিসেম্বর তাকে রাঙ্গামাটিতে বদলি করা হয়। বদলির পরপরই এই কারা কর্মকর্তা সেখানে যোগ না দিয়ে ছুটির আবেদন করেন। এ অবস্থায়ই তার নিজ এলাকায় প্রতিপক্ষকে হত্যার হুমকির অভিযোগ উঠে।
 
অভিযোগকারীর ভাই দক্ষিণ বানিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ জানান, জেলার মাসুদের নেতৃত্বে খুন জখমের আশংকায় তিনি ও তার ভাই-সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জানিয়েছেন।   এখন তিনি আইনের আশ্রয় নেবেন।

**বদলিতে আরও বেপরোয়া সিলেটের জেলার মাসুদ!
**রাঙ্গামাটিতেই যোগ দিতে হবে জেলার মাসুদকে
**মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে পুলিশের আবেদন
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।