ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে জঙ্গিদের সংগঠিত হওয়ার সুযোগ নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
কারাগারে জঙ্গিদের সংগঠিত হওয়ার সুযোগ নেই অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত প্রিজনভ্যান উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

কেরানীগঞ্জ (ঢাকা): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কারাগারে প্রত্যেক আসামি কঠোর মনিটরিংয়ের মধ্যে থাকে। সেখানে জঙ্গিদের মিটিং বা সংগঠিত হওয়ার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন দু’টি ওয়েব বেজড প্রিজনভ্যানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু কারাগার নয় প্রিজনভ্যানে আদালতে যাওয়ার সময়ও যেনো আসামিরা কোন প্রকার সুযোগ না পায় সেজন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত প্রিজনভ্যান চালু করা হয়েছে।



ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পর আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই। সেই বিষয়টি মাথায় রেখেই প্রিজনভ্যান দু’টি উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রিজনভ্যানের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্মৃতি রানী ঘরামী, যুগ্ম সচিব সামসুল আলম, উপ সচিব শিরিন রুবী, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি (প্রিজন) কর্নেল ইকবাল হাসান, ঢাকা বিভাগীয় ডিআইজি তৌহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার জাহাঙ্গীর কবির ও জেলার নেছার আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।