ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীকে পেটানোর অভিযোগে বখাটে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীকে পেটানোর অভিযোগে বখাটে আটক

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধায় প্রেমে ব্যর্থ হয়ে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীকে পেটানোর অভিযোগে আব্দুস সাত্তার (১৯) নামে এক বখাটেকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পারুলিয়া দ্বি-মুখী তফসীলি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

বখাটে সাত্তার উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকার রশিদুল ইসলামের ছেলে।

পারুলিয়া দ্বি-মুখী তফসীলি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অনিল চন্দ্র বাংলানিউজকে জানান, সাত্তার স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ক্লাস চলাকালীন শ্রেণি কক্ষে ঢুকে ওই ছাত্রীকে মারধর করে চলে যায়।
 
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিকেলে সাত্তারকে আটক করে স্থানীয় পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে সোপর্দ করে।
 
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম রোকন বাংলানিউজকে জানান, ছাত্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।