ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নারী হেরোইন বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
বগুড়ায় নারী হেরোইন বিক্রেতা গ্রেফতার

বগুড়া: বগুড়া শহরের কামারগাড়ী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৩৩ গ্রাম হেরোইনসহ নারী বিক্রেতা মোছা. মুন্নীকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

গ্রেফতার এ নারী শহরের চকলোকমান কলোনির মৃত শাহীনের স্ত্রী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ৩৩ গ্রাম হেরোইনসহ ওই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।

এ ঘটনায় আটক মোছা. মুন্নীকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।  
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।