ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প শীর্ষক অনুষ্ঠানে অতিথিরা/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষিত জনবল। দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের এ সুযোগ কাজে লাগাতে এগিয়ে আসতে হবে।

ময়মনসিংহে শিক্ষিত তরুণ প্রজন্মের স্বপ্নের প্ল্যাটফর্ম ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসটি) প্রকল্পের আইসিটি ক্যারিয়ার ক্যাম্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসীন উদ্দিন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. জাকির হোসাইন, কলেজের উপাধ্য ড. গাজী হাসান কামাল, এলআইসিটি প্রোজেক্টের কনসালট্যান্ট শাহ মোহাম্মাদ ইমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএএএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।