ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
নাটোরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নাটোরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


নাটোর: নাটোর শহরের বেসরকারি হাসপাতাল আল সানসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের দায়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযানে শহরের হরিশপুর এলাকার আল সান হাসপাতালে নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী ব্যবহারের দায়ে ৫ লাখ টাকা ও একই এলাকার একতা ক্লিনিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।



এছাড়া চিকিৎসক না থাকায় নাটোর সদর হাসপাতাল এলাকায় বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়:২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।