ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতে জিতে খুশিতেই মারা গেলেন খয়রাত হোসেন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
বাজিতে জিতে খুশিতেই মারা গেলেন খয়রাত হোসেন

রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীতে ভলিবল খেলায় বাজিতে জিতে খুশিতেই মারা গেলেন খয়রাত হোসেন (৩৮) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খয়রাত উপজেলার সদর ইউনিয়নের চুলিয়ার গ্রামের আবুল হোসেনের ছেলে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খয়রাতের পরিবারের লোকজন বাংলানিউজকে জানান, বিকেলে বড়াইবাড়ি এলাকায় অনুষ্ঠিত মরহুম গোলাম হোসেন স্মৃতি ভলিবল খেলার ফাইনাল দেখতে যান খয়রাত।

এসময় তিনি চার হাজার টাকা বাজি ধরেন। খেলায় বাজিতে জিতে আনন্দ উল্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ অবস্থায় সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।