দণ্ডপ্রাপ্তরা হলেন- হাতীবান্ধা উপজেলার ছয়আনি পিত্তিফাটা এলাকার সামিজ উদ্দিন (৬০), মোকছেদ আলী (৩০), নুর আমিন (২৮) ও রবিউল ইসলাম (৩৫)।
হাতীবান্ধা উপজেলার দোয়ানী পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, তিস্তা নদী থেকে পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির সামিজ উদ্দিনকে সাত দিন এবং বাকি তিনজনকে পাঁচ দিনের দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনটি/এসএনএস