ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘সাত খুন’র ঘটনায় র‌্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়নি: বেনজির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
‘সাত খুন’র ঘটনায় র‌্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়নি: বেনজির রংপুর র‌্যাব-১৩ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক

লালমনিরহাট: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে র‌্যাবের কিছু লোক ব্যক্তিগতভাবে কাজ করেছে। তারা তাদের কাজের শাস্তি পেয়েছে। এতে র‌্যাবের ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুন্ন হয়নি।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে রংপুর র‌্যাব-১৩ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
বেনজির আহমেদ বলেন, র‌্যাব দীর্ঘ ১৩ বছর থেকে এদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এদেশের মানুষ র‌্যাবের প্রতি আস্থাশীল। র‌্যাবকে মানুষ ভালোবাসে। নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র‌্যাবই প্রথম তদন্ত করে একদিনের মাথায় সিদ্ধান্ত নেয় জড়িতদের বরখাস্ত করে এবং আইনানুগ ব্যবস্থা নেয়।  

র‌্যাব কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না উল্লেখ করে বেনজির বলেন, ইতোমধ্যে বিভিন্ন অভিযোগে র‌্যাবের অনেক সদস্যকে জেল, বরখাস্ত, চাকরিচ্যুত করা হয়েছে। যে কোনো মূল্যে র‌্যাবকে ক্লিন রাখা হবে।  

সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা লিটনের হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা করছেন। প্রকৃত খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  

জঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গি সদস্যদের অধিকাংশই উত্তরাঞ্চলের। কেন এরা জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িয়ে পড়ছে, এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও র‌্যাব যৌথ ভাবে গবেষণার উদ্যোগ নিয়েছে। এই গবেষণার কাজ দেশের ১৪ জেলায় চলবে।  

তিনি বলেন, ২০০৪ সালের পর পুনরায় ২০১৪ সালে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এদের সংখ্যা এক হাজারের অনেক কম। অনেকেই গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। এর কারণ খুঁজতেই গবেষণার প্রয়োজন।
 
তিনি শীর্তাত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের অন্যান্য স্থানের চেয়ে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি। ১০ বছর আগেও কুড়িগ্রাম মঙ্গাপীড়িত এলাকা হিসেবে পরিচিত ছিল। এখন  মঙ্গা শব্দটি ইতিহাস থেকে বিলুপ্ত হয়েছে।  

তিনি আরো বলেন, দেশের এখনো ৯ শতাংশ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বাস করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র্যতা দূর হয়েছে। দেশ উন্নয়নের মাইলফলকে পৌঁছেছে। আগামী কয়েক বছরের মধ্যে দারিদ্র্যতার হার শূন্যের কোঠায় নেমে আসবে।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ, রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বশির আহমেদ, র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আতিকুল্ল্যাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।