ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে কেমিস্ট অ্যাসোসিয়েশনের ধর্মঘট অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
দিনাজপুরে কেমিস্ট অ্যাসোসিয়েশনের ধর্মঘট অব্যাহত দিনাজপুরে কেমিস্ট অ্যাসোসিয়েশনের ধর্মঘট অব্যাহত

দিনাজপুর: ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানার টাকা ফেরতসহ চারদফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে দিনাজপুরে।

শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করছে ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখা।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

দিনাজপুর ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য আরমান হোসেন রহমান বাংলানিউজকে জানান, চারদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

দাবিগুলো হলো- ভ্রাম্যমাণ আদালতে আদায় করা জরিমানার টাকা ফেরত, ড্রাগ সুপারকে প্রত্যাহার, যে সব ওষুধ রাখা যাবে সরকারিভাবে এর তালিকা দেওয়া ও শিশু খাদ্যপণ্য চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লিখতে পারবেন না।

বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা করেন। এর প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।