শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করছে ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখা।
এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
দিনাজপুর ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য আরমান হোসেন রহমান বাংলানিউজকে জানান, চারদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
দাবিগুলো হলো- ভ্রাম্যমাণ আদালতে আদায় করা জরিমানার টাকা ফেরত, ড্রাগ সুপারকে প্রত্যাহার, যে সব ওষুধ রাখা যাবে সরকারিভাবে এর তালিকা দেওয়া ও শিশু খাদ্যপণ্য চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লিখতে পারবেন না।
বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা করেন। এর প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি/এএ