ময়মনসিংহের বাঘমারায় পৌঁছে প্রথমেই শাকিলের বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। এর কিছুক্ষণ পরে সেখানে আসেন শাকিলের মা নুরুন্নাহার হক টগর।
পাশেই বসেছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আরও ছিলেন শাকিলের স্ত্রী নিলুফা আনজুম পপি, একমাত্র কন্যা মৌপি আর শাকিলের ছোট ভাই বাবু।
মৌপিকে ওবায়দুল কাদের বলেন, তুমি হতাশ হবে না, তোমাকে অনেক বড় হতে হবে। তোমার যখন প্রয়োজন হবে- আমার কাছে চলে আসবে।
এ সময় ছেলের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন শাকিলের মা নুরুন্নাহার হক টগর। ওবায়দুল কাদেরকে তিনি বললেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। অতীতেও সিম্পল ছিলাম-ভবিষ্যতেও থাকবো। এমনি করেই আমার জীবন কাটবে। এক মিনিটের জন্যও শাকিলকে ভুলতে পারি না।
মন্ত্রী বলেন, আপনি তো মা। আমরাও তো এক মিনিটের জন্য শাকিলকে ভুলতে পারিনি। শাকিলের লেখায় একটি মিস্ট্রি ছিলো। অল্প বয়সে আমরা যেমন সুকান্তকে হারিয়েছি। একই রকম শাকিলকেও আমরা হারিয়ে ফেললাম।
“আপনার এক ছেলে নেই। আমরা তো আছি। ইচ্ছে করলেই আমাকে ফোন করতে পারেন”।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এমএএএম/এজি/এটি