ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ধুনটে সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা ধুনটে সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় সুষম সার ব্যবহারে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধুনট উপজেলার মাটিকোড়া কৃষক ব্যবসা স্কুল চত্বরে এ সভার আয়োজন করা হয়।

এতে সহযোগিতা করেন ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেড।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোকছেদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তৈয়বুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা নজরুল ইসলাম, বগুড়া জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কামাল উদ্দিন ও কৃষিবিদ সারমিন আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন- ধুনট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী, ড্রাগন ফার্টিলাইজারের প্রজেক্ট অফিসার আব্দুল হামিদ, প্রজেক্ট ম্যানেজার তারিকুল ইসলাম, আদর্শ কৃষক ইউনুছ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।