শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ইয়াবাগুলো চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে। পরে সন্ধ্যায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার চরভৈরবী মেঘনা নদীর বাঁধ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর সাব স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম. আতাহার আলী বাংলানিউজকে জানান, অভিযানের খবর পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্প্রতি চাঁদপুর সড়ক পথে পুলিশের তৎপরতা বাড়ানো ও ইয়াবা ব্যবসায়ীদের আটক করায়, এ চক্রের সদস্যরা হাইমচর উপজেলা দিয়ে মাদক পাচার করছেন বলেও জানান আতাহার আলী।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি/এসএনএস