ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচরে ৯৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
হাইমচরে ৯৮ হাজার পিস ইয়াবা উদ্ধার হাইমচরে ৯৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী থেকে পাচারকালে ৯৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ইয়াবাগুলো চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে। পরে সন্ধ্যায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার চরভৈরবী মেঘনা নদীর বাঁধ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড  চাঁদপুর সাব স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম. আতাহার আলী বাংলানিউজকে জানান, অভিযানের খবর পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সম্প্রতি চাঁদপুর সড়ক পথে পুলিশের তৎপরতা বাড়ানো ও ইয়াবা ব্যবসায়ীদের আটক করায়, এ চক্রের সদস্যরা হাইমচর উপজেলা দিয়ে মাদক পাচার করছেন বলেও জানান আতাহার আলী।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।