ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সম্পাদক মুকুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সম্পাদক মুকুল

ঢাকা: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দুইদিনব্যাপী ৭ম জাতীয় সম্মেলনে লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরকে সভাপতি এবং কাজী মুকুলকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পরিষদ গঠন করা হয়।    

এছাড়া বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীকে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভাপতি নির্বাচন করে ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্মূল কমিটির নবনির্বাচিত কেন্দ্রীয় নেতারা সংগঠনের গৃহীত নতুন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।