ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আলোর জীবনে ফিরলেন ওরা ৫২ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আলোর জীবনে ফিরলেন ওরা ৫২ জন ছবি: বাংলানিউজ

রাজশাহী: মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন ৫২ জন ব্যবসায়ী। তারা আর মাদক ব্যবসা করবেন না মর্মে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে তারা রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে অঙ্গিকার করেন।

রাজপাড়া থানার ঘুড়িপাড়া এলাকার গুলজারবাগ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদের মধ্যে ১৫ জনকে আরএমপির পক্ষ থেকে পুনর্বাসন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম তাদের হাতে সেলাই মেশিন, রিকশা-ভ্যান ও নগদ ৫-১০ হাজার করে টাকা তুলে দেন।

এতে সভাপতিত্ব করেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আরএমপির উপ-কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজপাড়া থানা কমিউনিটি পুলিশের সভাপতি আজিজুল আলম বেন্টু, রাজপাড়া থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

শফিকুল ইসলাম বলেন, মাদক হচ্ছে অভিশাপ। মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ জিরো টলারেন্স দেখাতে চায়।

আরএমপি’র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, মাদক ব্যবসায়ীদের পুর্নবাসন এখন আরএমপি’র একটি চলমান প্রক্রিয়া। যারা মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চার তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এসএস/এসআরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।