ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে সার্কাস পান্ডেলের গ্যালারি ভেঙে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
শ্যামনগরে সার্কাস পান্ডেলের গ্যালারি ভেঙে আহত ৩০

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে সার্কাস পান্ডেলের গ্যালারি ভেঙে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে শ্যামনগর সদরের সুন্দরবন সিনেমা হলের পেছনে চলমান দ্য নিউ সবুজ বাংলা সার্কাস প্যান্ডেলের পূর্ব পাশের গ্যালারি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- উপজেলার বাদঘাটা গ্রামের আছারের ছেলে শিমুল (১৮), মানিকের মেয়ে খুকুমনি (১৪), লামিসা (০৯), কাজল বৈদ্যের ছেলে সুজয় (১৮), আইয়ুব আলীর স্ত্রী মুর্শিদা (৩০), গোলাম মোস্তফার মেয়ে মিম (১০), নকিপুর গ্রামের আলী বক্সের স্ত্রী শাহানারা (৩০), দেওল গ্রামের আনন্দ দাসের স্ত্রী সাগরিকা (৩৯), তার ছেলে কৃষ্ণ (২৫),  ঈশ্বরীপুর গ্রামের সিদ্দিকের ছেলে জাহাঙ্গীর (৩০), আনন্দ দাস (৩৯), লক্ষিরানী (৪০), লামিসা (৯), খুকুমনি (১৫) ও মুর্শিদার (৩০)।

বাকিদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা ‍জানান, সন্ধ্যায় সার্কাসের দ্বিতীয় ‘শো’ শুরু হয়। সার্কাস শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে পূর্ব পাশের গ্যালারি ভেঙে পড়ে। এতে ৩০ জন আহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সার্কাসের প্যান্ডেলে দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।