ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
মাদারীপুরে মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ

মাদারীপুর: মাদারীপুর শহরের বাদামতলা এলাকা থেকে ছিদাম মণ্ডল (৪২) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

এ ব্যাপারে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে পরিবারের পক্ষ থেকে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বাইরে বের হয়ে তিনি নিখোঁজ হন।

ছিদাম ওই এলাকার জীবন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ও জীবন মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছিদাম ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাড়ি থেকে ফোন করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর মোর্শেদ বাংলানিউজকে জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ছিদামের ব্যবহৃত মোবাইল ফোনটি ট্র্যাকিং করে। এতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত সদর উপজেলার মস্তফাপুরে তার মোবাইল লোকেশন ছিলো। পুলিশ ইতোমধ্যে দেশের সব থানায় নিখোঁজ বার্তা পাঠিয়েছে।

এছাড়া নিখোঁজের বিষয়টি র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পে জানানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।