ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আত্মহত্যার চেষ্টা চট্টগ্রামের ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
রাজশাহীতে আত্মহত্যার চেষ্টা চট্টগ্রামের ব্যবসায়ীর

রাজশাহী: রাজশাহীতে ইলিয়াস হোসেন (৪৮) নামের চট্টগ্রামের এক ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে বলেন, ঘুমের ওষুধ খেয়ে ইলিয়াস আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তার জ্ঞান ফিরলে এই ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যাবে।

তিনি বলেন, ইলিয়াস চট্টগ্রামের রাউজানের রঞ্জু মিয়া ছেলে। তিনি ব্যবসা করেন। আড়াই বছর থেকে তিনি মহানগরীর বাটার মোড় এলাকার রনির বাড়িতে ভাড়া থাকেন। মহানগরীর ছোট বনগ্রাম এলাকার মাওলানা মাইনুল ইসলাম তার ব্যবসায়িক পার্টনার। সকাল থেকে মোবাইলে না পেয়ে মাইনুল সন্ধ্যায় ইলিয়াসের বাসায় যান। সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখে বাড়ির ম্যানেজার মাসুদ রানাকে ডাকেন। পরে তারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে অচেতন অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে রামেকে ভর্তি করে।

ইলিয়াসের কক্ষ থেকে ঘুমের ওষুধের খোসা পাওয়া গেছে বলে জানান এসআই মতিউর।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এসএস/জিপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।