ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের গরম তেলে ঝলসে গেলো জিলাপি বিক্রেতার শরীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
দুর্বৃত্তের গরম তেলে ঝলসে গেলো জিলাপি বিক্রেতার শরীর গরম তেলে ইমরানের শরীর ঝলসে দেয় সন্ত্রাসীরা। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় দুর্বৃত্তের ছুড়ে দেওয়া গরম তেলে ঝলসে গেলো জিলাপি বিক্রেতা ইমরানের (৩৪) শরীর।শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা দুর্বৃত্ত আমিনুরকে আটক করে থানায় সোপর্দ করে। ইমরান স্থানীয় মৃত হারুনার রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের সেউজগাড়ী এলাকায় আয়োজিত এক ওয়াজ মাহফিলের পাশে জিলাপি বিক্রি করছিলেন ইমরান। কথা কাটাকাটি হলে জিলাপি ভাজার কড়াই তুলে নিয়ে গরম তেল ইমরানের গায়ে ঢেলে দেয় ওই এলাকার দুর্বৃত্ত আমিনুর।



অভিযোগ উঠেছে আমিনুরকে ছাড়িয়ে নিতে প্রভাবশালীরা জোর তদবির শুরু করেছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে বলেন, ভিড় থাকায় কোনোভাবে কড়াই উল্টে গেলে গরম তেলে পুড়ে যায় ওই দোকানি। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। অন্যদিকে আমিনুর নামে একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।