ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
নবীনগরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাহফিলে প্রধান অতিথি না করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সমর্থকরা দুলু মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, জল্লিকান্দি গ্রামে শুক্রবার রাতে চলা ওয়াজ মাহফিলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়াকে প্রধান অতিথি না করায় তার সমর্থকরা মাহফিলে অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা মাহফিলের আয়োজক দুলু মিয়াকে বেধড়ক পেটান। এতে ঘটনাস্থলেই দুলু মিয়া নিহত হন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহাম্মদ নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

খবর পেয়ে পুলিশ জল্লিকান্দি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।