ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রবাসীর ছেলেকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
সিলেটে প্রবাসীর ছেলেকে কুপিয়ে জখম আহত আহমদ হোসেন- ছবি: বাংলানিউজ

ঢাকা: সিলেটের জকিগঞ্জে আহমদ হোসেন (২২) নামে এক প্রবাসীর ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে। আহত হোসেন জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল জলিলের ছেলে।

হোসেনের চাচা আব্দুশ শহিদ বাংল‍ানিউজকে বলেন, হোসেনকে তার চার চাচা আব্দুল লতিফ, আব্দুল বাসিত, আব্দুল মুনিম ও আব্দুল হাসিব ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পুকুর পাড়ে ফেলে দেয়।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাত ১২টার দিকে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছে বলে হাসপাতাল থেকে জানিয়েছেন শহিদ।

চিকিৎসকের বরাত দিয়ে শহিদ বলেন, হোসেনের মাথায়, হাতে, পায়ে ও পিঠে ধারালো দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বাংলানিউজকে বলেন, আহত হোসেনকে অ্যাম্বুলেন্সে সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি ধরতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। তবে পুলিশের অবস্থান টের পেয়ে ঘরে তালা দিয়ে আসামিরা পালিয়ে যায়।

আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসএ/আরআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।