নগরীর রিকাবিবাজার পয়েন্ট থেকে মেট্টোপলিটন পুলিশ লাইনস ফটক পর্যন্ত ৩২০ মিটার সড়ক সম্প্রসারণ কাজ হয়েছে আগেই। সড়কটিকে দৃষ্টিনন্দন করতে সড়ক ডিভাইডারে লাগানো হয়েছে গাছ, বসানো হয়েছে বৈদ্যুতিক পুল ও নান্দনিক ডিজাইনে করা হয়েছে আইল্যান্ড প্রটেক্টর।
এবার পুলিশ লাইনস ফটক থেকে ব্লু-বার্ড স্কুলের সামনে পর্যন্ত ৮৯০ ফুট রাস্তার সম্প্রসারণ কাজ অব্যাহত রয়েছে। এরই মধ্যে রাস্তা সম্প্রসারণে পুলিশ লাইনসের সীমানা প্রাচীর ভেঙে নতুন করে তৈরি করে দিয়েছে সিসিক কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা গেছে, সড়কটির নিচে পানি নিষ্কাশনের জন্য করা হয়েছে নতুন ড্রেন। রাস্তার জন্য বর্ধিত জায়গায় মাটি ভরাটও হয়ে গেছে। সরানো হচ্ছে বৈদ্যুতিক পিলার। রাস্তার অপর প্রান্ত প্রশস্থ করতে ভাঙার কাজ চলছে অবিরাম।
সিসিক সূত্র জানায়, আগে চৌহাট্টা থেকে রিকাবিবাজার পয়েন্ট হয়ে তালতলা পয়েন্ট পর্যন্ত সড়ককে ভিআইপি সড়ক বলা হতো। এবার রিকাবিবাজার থেকে মিরের ময়দান সড়কটি ভিআইপি সড়কের মর্যাদা পাচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজ বাংলানিউজকে বলেন, রাস্তাটি সম্প্রসারণে ব্যয় হচ্ছে প্রায় ৪ কোটি টাকা। মীরের ময়দান পয়েন্ট থেকে সুবিদবাজার ব্লু-বার্ড স্কুল অভিমুখী রাস্তাটি ৩৫ ফুট থেকে ৫০ ফুটে উন্নীত হচ্ছে।
তিনি বলেন, মীরের ময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া অভিমুখী ৮৯০ ফুট দৈর্ঘ্যের সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ১ কোটি ৩৬ লাখ টাকা। ডিভাইডার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বাংলানিউজকে বলেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্থ করা হচ্ছে। সড়ক প্রশস্থকরণের পাশাপাশি বিদ্যুতের খুঁটি স্থানান্তর, সীমানা প্রাচীর করে দেওয়া, ড্রেন করা, নির্মাণ কাজ, ডিভাইডার নির্মাণ, বিদ্যুতের পুল বসানো ছাড়াও ডিভাইডারে ফুলের গাছ রোপণ করা হবে।
তিনি বলেন, এই কাজ বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ হেড কোয়ার্টার কর্তৃপক্ষ তাদের প্রায় ১৬ শতক জায়গা রাস্তা সম্প্রসারণের জন্য সিটি করপোরেশনকে দিয়েছে। এ কারণে নিজস্ব অর্থায়নে পুলিশ লাইনস এর প্রধান ফটকসহ সীমানা প্রাচীর, মসজিদে ইমাম ও মুয়াজ্জেমের কক্ষ, শৌচাগার করে দিয়েছি।
প্রথম ধাপে রিকাবিবাজার পয়েন্ট থেকে মীরের ময়দান পয়েন্ট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। এবার দ্বিতীয় ধাপে মীরের ময়দান পয়েন্ট থেকে ব্লু-বার্ড স্কুল পর্যন্ত সড়কটি সম্প্রসারণের কাজ চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘন্টা, জানুয়ারি ২১, ২০১৭
এনইউ/আরআর/জিপি