এ সময় তাদের কাছ থেকে ১শ গ্রাম হেরোইন ও চোরাই ৭টি মোবাইল ফোনসহ ৬৯ হাজার ৮শ টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল বন্দর এলাকার বড় আঁচড়া গেটপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্টথানার বড়আচড়া গ্রামের ছালামের স্ত্রী ফিরোজা বেগম (৪০), ছেলে মেহেদী হোসেন (২২) ও একই এলাকার খোকনের ছেলে সাগর (২০)।
স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন ধরে এলাকায় চুরি বেড়ে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা পুলিশে অভিযোগ করে। পরে পুলিশ গোঁপনে অভিযান শুরু করে। এক পর্যায়ে ছালাম নামে এক চোরাকারবারীর বাড়ি থেকে হেরোইন, চুরি হওয়া বিভিন্ন ধরণে পণ্য ও নগত টাকা জব্দ করে। এরা এলাকায় চুরি কাজের পাশাপাশি দির্ঘদিন ধরে মাদক ব্যবসাও করে আসছিলো।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে চুরি ও মাদকের মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
জিপি/