ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে মোবাইল ফোন-হেরোইন-টাকাসহ ৩ চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
বেনাপোলে মোবাইল ফোন-হেরোইন-টাকাসহ ৩ চোর আটক

বেনাপোল (যশোর):  বন্দরনগরী বেনাপোলের বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও মাদক ব্যবসার অভিযোগে তিন চোরকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১শ গ্রাম হেরোইন ও চোরাই ৭টি মোবাইল ফোনসহ ৬৯ হাজার ৮শ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল বন্দর এলাকার বড় আঁচড়া গেটপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্টথানার বড়আচড়া গ্রামের ছালামের স্ত্রী ফিরোজা বেগম (৪০), ছেলে মেহেদী হোসেন (২২) ও একই এলাকার খোকনের ছেলে সাগর (২০)।

স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন ধরে এলাকায় চুরি বেড়ে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা পুলিশে অভিযোগ করে। পরে পুলিশ গোঁপনে অভিযান শুরু করে। এক পর্যায়ে ছালাম নামে এক চোরাকারবারীর বাড়ি থেকে হেরোইন, চুরি হওয়া বিভিন্ন ধরণে পণ্য ও নগত টাকা জব্দ করে। এরা এলাকায় চুরি কাজের পাশাপাশি দির্ঘদিন ধরে মাদক ব্যবসাও করে আসছিলো।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে চুরি ও মাদকের মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।