শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের গুংগুরু পাড়া এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের ধোপাছড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের খামারবাড়ী থেকে কাজ শেষে বান্দরবান সদরে ফেরার পথে গুংগুরু এলাকায় বিপরীত দিক হতে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থাকা তিন আরোহী গুরুতর আহত হন। আহত তিনজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তাছাড়া আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
জিপি