শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকালে অজ্ঞাতপরিচয় ওই নারী পূর্বচান্দনা এলাকায় জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে রেললাইন পার হচ্ছিল।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএস/এসএইচ