ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফা ইসলাম নিতু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শনিবার (২১ জানুয়ারি) সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত নিলুফা লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বাড়ইতলা গ্রামের মো. রাকিব হাসানের স্ত্রী।

মৃতের মামা জাফর হোসেন জানান, এক বছর আগে তাদের বিয়ে হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি স্বজনরা।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে  রাত ১২টার দিকে তার শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নিলুফা। এমন সংবাদের ভিত্তিতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।