বরিশালে অস্ত্র ও গুলিসহ যুবক আটক
বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে অস্ত্র ও গুলিসহ মো. রুহুল আমিন তালুকদার (২৬) নামে এক যুবককে আটক করেছে ৠাব-৮।
শনিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রুহুল আমিন তালুকদার ঝালকাঠি জেলার নলছিটি থানার সূর্যপাশা বড় তালুকদার বাড়ির এবিএম আমির হোসেন তালুকদারের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে বাকেরগঞ্জের বাখরকাঠি বাজারে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে রুহুল আমিন।
এসময় র্যাব সদস্যরা পিছু নিয়ে তাকে আটক করে। আটকের পর রুহুল আমিনের হাতে থাকা ব্যাগটি তল্লাশি করলে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটার গান, রিভলবারের দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সকালে র্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এমএস/এনটি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।