ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

থাই কাঁঠাল ‘ডুরিয়ান’, পাওয়া যাচ্ছে আম-লিচু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
থাই কাঁঠাল ‘ডুরিয়ান’, পাওয়া যাচ্ছে আম-লিচু বাণিজ্যমেলায় থাই কাঁঠাল ‘ডুরিয়ান’, পাওয়া যাচ্ছে আম-লিচু

ঢাকা: থাই গ্যালারিতে থাইল্যান্ডের হরেক পণ্যের সমাহার। কাপড়-চোপড়, গৃহস্থালির তৈজসপত্র, বাসন-কোসন, বাদ যায়নি দেশটির মৌসুমী ফল-ফলাদিও। বাণিজ্যমেলায় থাই গ্যালারিতে স্থান করে নিয়েছে দেশটির বিভিন্ন প্রকার ফলমূল এবং ফলের তৈরি খাদ্য-পানীয়। 

নানান প্রকারের ফলের মধ্যে কাঁচা পাকা আম, কাঁঠাল, লিচু, তেঁতুল, ড্রাগন ফল ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
 
সব থেকে আকর্ষণীয় ফল কাঁঠাল, যা ‘ডুরিয়ান’ নামে পরিচিত থাইল্যান্ডে।

দেশীয় কাঁঠালের মতো সুঁচালো কাঁটা থাকলেও সেগুলো একটু বড় বড়। আর এটাই বিশেষত্ব দিয়েছে এই ফলটিকে। প্রায় দুই কেজি ওজনের প্রতিটি কাঁঠালের কেজি কিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি।  
 
বিক্রেতা মেহেদী হাসান জানালেন, আমাদের দেশীয় কাঁঠালের মতো স্বাদ ও ভেতরের গঠন এক হলেও বড় বড় দানা পাওয়া যাবে।
 
বাণিজজ্যমেলায় থাই কাঁঠাল ‘ডুরিয়ান’, পাওয়া যাচ্ছে আম-লিচুসবুজ ও টিয়া রঙের প্রায় ২০০ গ্রাম ওজনের লম্বা লম্বা আম খেতে সুস্বাদু। এই আম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আরও রয়েছে লিচু। ডুমুরের ফলের মতো গাঢ় সোনালী রঙের এই লিচু প্রতি কেজি ৭০০ টাকা।
 
লাল রঙের বড় বড় ড্রাগন ফল বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। এছাড়াও রয়েছে গোলাকার আলু মতো কিউই ফল। গাঢ় সোনালী রঙের এই ফলটির কেজিও ৭০০ টাকা।
 
বিক্রেতা মেহেদী হাসান জানালেন, বাংলাদেশে বর্তমানে এসব ফলের মৌসুম না থাকায় বেচাবিক্রিও বেশ ভালো। বিশেষ করে ডুরিয়ান, ড্রাগন এবং আম বিক্রি হচ্ছে বেশি।  
 
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭ 
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।