নিহত যুবক পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মহিরুদ্দিনের ছেলে। তিনি ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় গয়েশপুর পয়দা বাজার থেকে মনিরুলকে অপহরণ করে। পরে তাকে গলা কেটে হত্যা করে উগ্রগড় এলাকার একটি মাঠে মরদেহ ফেলে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মনিরুলের ইজিবাইকটি গয়েশপুর পয়দা বাজার থেকে উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইকের ব্যাটারি নিয়ে গেছে।
এ ঘটনায় আতাইকুলা থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
বিএসকে/এসআই