ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ট্রাক উল্টে ১০ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
বান্দরবানে ট্রাক উল্টে ১০ শ্রমিক আহত বান্দরবানে ট্রাক উল্টে ১০ শ্রমিক আহত-ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের লাল ব্রিজ এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে ১০ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বান্দরবান-কেরানীহাট সড়কে দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নাদের আলী (২২), মো. শামসু (৪৮), মো. জাহাঙ্গীর (২৪), মো. ফিরোজ (২৫), মো. ইসহাক (৫০), মো. সাঈদ (৫৫) ও মারুফ খানের (২৫) নাম-পরিচয় জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রাকটি চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে ২৩ জন শ্রমিক ও নির্মাণ কাজের সরঞ্জাম নিয়ে বান্দরবান যাচ্ছিল।

পথে লাল ব্রিজ এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে উল্টে গিয়ে ট্রাকে থাকা ১০ শ্রমিক আহত হন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার সমীরণ নন্দী বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে চার শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ (ওসি) বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।