ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় পিকআপভ্যান চাপায় পথচারী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
চান্দিনায় পিকআপভ্যান চাপায় পথচারী নিহত

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন এলাকায় পিকআপভ্যান চাপায় মোহাম্মদ আলী (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার গল্লাই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে কুটুম্বপুর বাস স্টেশন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মোহাম্মদ আলী। এসময় ঢাকামুখী একটি পিকআপভ্যান পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক পিকআপভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।