ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোহেল সিকদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল সিকদার ওই এলাকার মালেক সিকদারের ছেলে।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মনির জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায় অভিযান চালিয়ে সোহেল সিকদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে সোহেলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।