ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রাসেল (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  রাসেল নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাবুনগাও গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

শিশুটির বাবা জানান, তারা গাজীপুর সদরের শিমুলতলি এলাকায় ভাড়া থাকেন। স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো তার ছেলে রাসেল। সকালে তার দাদা আ. হামিদের সঙ্গে গাজীপুর থেকে উত্তরা কামারপাড়া ফুফুর বাসায় যাচ্ছিল। উত্তরা ১০ নম্বর সেক্টরে ২১নং রোডে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উত্তরা ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় অটোরিকশা চালক দুলাল মিয়াকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে বর্তমানে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে আটক আছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। চালক আটক আছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এজেডএস/পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।