ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবা ব্যবসায়ী সালাউদ্দিনসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ইয়াবা ব্যবসায়ী সালাউদ্দিনসহ গ্রেফতার ৩ ইয়াবা ব্যবসায়ী সালাউদ্দিনসহ গ্রেফতার ৩/ ছবি: বাংলানিউজ

ঢাকা: গুলশান-২ নম্বরের ইউনিমার্ট ভবন থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ হাজার টাকা ও একটি চাইনিজ কুড়ালসহ সালাউদ্দিন ওরফে ‘বাবা’ সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়। তাদের একজনের নাম ছক্কু।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাউদ্দিন মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিমার্ট ভবন থেকে সালাউদ্দিনসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএটি/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।