ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে হেরোইন ও ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ধুনটে হেরোইন ও ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ৪০ পুরিয়া হেরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ধুনট কলেজপাড়া ও খাদ্য গুদাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ধুনট কুঠিবাড়ি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মিজানুর রহমান সোহাগ (২৮), পৌর এলাকার অফিসারপাড়ার ময়দান আলী মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৩০) ও পশ্চিম ভরনশাহী গ্রামের বেলাল হোসেনের ছেলে মোস্তাফিজার রহমান মোস্তা (২৪)।

ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে জানান, মিজানুর, নজরুল ও মোস্তাফিজার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

শনিবার বিকেলে পুলিশ ক্রেতা সেজে কৌশলে মিজানুর রহমানকে ৪০ পুরিয়া হেরোইন এবং নজরুল ও মোস্তাফিজারকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় ২টি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।