ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হিউম্যান হলারের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
গাজীপুরে হিউম্যান হলারের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের সালনা এলাকায় হিউম্যান হলারের (লেগুনা) ধাক্কায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক পথচারী মারা গেছেন।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বিষকাটালী এলাকার ওয়াহিদ আলীর ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম বাংলানিউজকে জানান, বিকেলে আনোয়ার হোসেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কাভার্ড ভ্যান একটি হিউম্যান হলারকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে হিউম্যান হলারটি ওই পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএস/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।