ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সেনবাগে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় চাঞ্চল্যকর হাসান হত্যা মামলার পলাতক আসামি রাজনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার গাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন উপজেলার ডমুরিয়া ইউনিয়নের আলী হোসেনের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রাজনকে গ্রেফতার করা হয়।

গত বছরের ১৯ নভেম্বর নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরিয়া গ্রাম থেকে হাসান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন হাসানের বাবা শহীদ বাদী হয়ে তিনজনকে আসামি করে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- রসুল, রাজন ও মহসিন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।