ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রবীন্দ্রগুণী সম্ম‍াননা পেলেন দুই শিল্পী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
 রবীন্দ্রগুণী সম্ম‍াননা পেলেন দুই শিল্পী শিল্পীদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অর্থমন্ত্রী, ছবি: সুমন শেখ

ঢাকা: রবীন্দ্রগুণী ২০১৭ সম্মাননা পেলেন দেশের দুই বরেণ্য সঙ্গীত শিল্পী।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীতে রবীন্দ্রগুণী-২০১৭ তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে গুণীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে গুণীতের হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন।

সম্মাননা প্রাপ্তরা হলেন, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাদি মহম্মদ।

এছাড়া সম্ম‍াননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক কাউন্সিলর ও  আইজিসিসি পরিচালক জয়শ্রী কুন্ডু, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অভ্র বসু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ওএফ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।