ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ঢাকা কলেজে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ১০ ঢাকা কলেজে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ১০ / ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ঢাকা কলেজে ছাত্রদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ ছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

এর আগে রাত পৌনে ৮টার দিকে কলেজ ক্যাম্পসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হন।

আহত হলেন রাসেল, মামুন ও কাজল। তারা ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এ সংঘর্ষের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, ক্যাম্পস থেকে জিজ্ঞাসাবাদের জন্য দশ/বার জন ছাত্রকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে। স্টুডেন্ট আইডিকার্ড ছাড়া ক্যাম্পাসের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়াও ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এজি/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।