ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ আহত ৪ নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ আহত ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রানা, জামাল, মোশাররফ ও আলমগীর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বাংলানিউজকে জানান, রাতে পাথরবোঝাই একটি ট্রাক ফতুল্লার শাহজাহান রোলিং মিলের সামনে দিয়ে রেলক্রসিং করছিলো।

এসময় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী একটি ডেমো ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক চালকসহ চারজন গুরুতর আহত হন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাহমিনা নাজনীন বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জামাল ও মোশাররফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এজি/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।