ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুসল্লিরা ছুটছেন তুরাগের তীরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
মুসল্লিরা ছুটছেন তুরাগের তীরে মুসল্লিরা ছুটছেন তুরাগের তীরে। ছবি: কাশেম হারুন

ঢাকা: শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে তুরাগ তীরে ইজতেমার মাঠের উদ্দেশে ছুটছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মধ্যরাত থেকে টঙ্গীমুখী যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোর থেকে মুসল্লিরা পায়ে হেটেই তুরাগ তীরে যাচ্ছেন।

রোববার (২২ জানুয়ারি) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।

বিশেষ করে মহাখালী এলাকা দিয়ে টঙ্গী-গাজীপুর রুটের গাড়ি গুলোকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের  সামনে আটকে দেওয়া হচ্ছে।

তাই অনেককে ছোট ছোট পিকআপ ভ্যানে করে ইজতেমার মাঠের দিকে রওনা দিতে দেখা গেছে।

পুরান ঢাকা থেকে আসা ইসরাফিল নামে এক ব্যক্তি বাংলানিউজকে বলেন, এ কয়েকদিন যেতে পারিনি, তাই আজকে যাবো। কিন্তু বাস না পাওয়ায় পিকআপ ভ্যানে করেই যাচ্ছি। একদিনের ব্যাপার কষ্ট হলেও যাচ্ছি।

পায়ে হেটে ইজতেমায় যাচ্ছেন আকিদুল ইসলাম। তিনি বলেন, এমইএইচ থেকে কোনো বাস ঢুকতে দিচ্ছে না। তাই পায়ে হেটেই যাচ্ছি। এছাড়াতো কোনো উপায় নেই।

সকাল ১১টা থেকে আখেরি মোনাজাতে মাধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমএইচকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।