ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
পাথরঘাটায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই পাথরঘাটায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই-ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী বাজারে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

রোববার (২২ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে আগুনে মুদি মনোহরী, ওষুধের ফার্মেসি, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, কসমেটিকসের দোকান ও চায়ের দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনের তাপে আরও ৬টি দোকান আংশিক পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হলেন- নলিনী সমাদ্দার, বিপুল চন্দ্র ওঝা, আলমগীর হাওলাদার, মিরাজ হাওলাদার, বিপ্লব ওঝা, সুবল সমাদ্দার, আব্দুস ছোবাহান, উপেন চন্দ্র শীল, পুলিন মিস্ত্রী, জহির খা ও তাপস মিস্ত্রী।

পাথরঘাটা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।