ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সাভার (ঢাকা): সাভারের উলাইল বাজারে একটি পেশাক কারখানায় আগুন লেগেছে। এ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উলাইল বাজারের আল-লীমা টেক্সটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় এ অগ্নিকাণ্ড হয়।

সাভার ফায়ার সার্ভিস স্টেশনের ডিএডি আলাউদ্দিন আহমেদ বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। তবে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং মোহ‍াম্মদপুর সার্ভিসের একটি ইউনিটকেও সজাগ থাকতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসতে চাইলে তাদেরও ডাকা হবে।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে সস্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিএডি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।